Title
পোড়াপাড়া সার্বজনীন কবর স্থান
Address
গ্রাম:পোড়াপাড়া,ডাকঘর:গুড়দহ,উপজেলা:মহেশপুর,জেলা:ঝিনাইদহ।
History
<p>পোড়াপাড়া প্রাইমারী স্কুলের পাশে বিস্তির্ণ পশ্চিম পাশে কয়েক বিঘা জমির আয়তন নিয়ে পোড়াপাড়া সার্বজনীন কবর স্থান গঠিত হয়েছে। পোড়াপাড়া গ্রামের সব মুসলমান পরিবার তাদের যে সব লোক মৃত্যুবরণ করে তাদের কে সমাহিত করা হয় এই পোড়াপাড়া সার্বজনীন কবর স্থানে। তাই দিন দিন এই কবর স্থানের আয়তন বাড়ছে এবং যারা অবস্থা পন্ন লোক আছে তারা প্রতি বছর অনেক দান ছদকা করে এই কবর স্থানের আয়তন বাড়াইতেছে। এটি ৪ নং স্বরুপপুর ইউপির আওতাধীন ৭ নং ওয়ার্ডে অবস্থিত।</p>