৪নং স্বরুপপুর ইউনিয়ন পরিষদ টি ঝিনাইদহ জেলার,মহেশপুর উপজেলা ধীন কুশাডাঙ্গা গ্রামে অবস্থিত।এই ইউনিয়ন পরিষদ টি আনুমানিক ১৯৬২ সালে স্থাপিত হয়।এখানে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে সব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হয়,তার সব দায়িত্ব পালন করে থাকে স্থানীয় জনগণ কর্তৃক নির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং মেম্বর গণ।এটি সরকারে সর্বশেষ প্রশাসনিক স্থর।এছাড়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকার তার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে যেমন,টি আর,কাবিখা,ভিজিডি,ভিজিএফ,পঞ্চবার্ষিকী পরিকল্পনা,মার্তত্বকালীন ভাতা,বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধি ভাতা ইত্যাদি। এছাড়া এই ইউনিয়ন পরিষদ থেকে সরকার জনগণের সেবা দেওয়ার জন্য ডিজিটাল সেন্টার নির্মাণ করেছেন যা জন্ম নিবন্ধন,ওয়ারিশ সনদ প্রদান,নাগরিক সনদ প্রদান,মৃত্যু সনদ প্রদান,প্রত্যয়ন পত্র প্রদান,অনলাইনের মাধ্যমে বিভিন্ন ভর্তি কার্য্যক্রম,ও আরো বিভিন্ন সেবা প্রদান করা হয়। যা সরকার দেশকে ডিজিটাল করার যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নের জন্য এগুলো অবশ্যই প্রয়োজন ছিল। দেশে বর্তমান ওয়েব সাইট আছে ২৬হাজার । তার মধ্যে তথ্য বাতায়ন নামে একটি বড় ওয়েব সাইট আছে ইউনিয়ন পরিষদের নামে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS