Title
ঈর্শালডাঙ্গা সার্বজনীন কবর স্থান
Address
গ্রাম:ঈর্শালডাঙ্গা,ডাকঘর:জি-পান্তাপাড়া,উপজেলা:মহেশপুর,জেলা:ঝিনাইদহ।
History
<p>৪নং স্বরুপপুর ইউপির আওতাধীন ৯নং ওয়ার্ডে অবষ্থিত এই ঈর্শালডাঙ্গা গ্রামটি। এই গ্রামে সার্বজনীন কবর স্থান থাকায় সবাই এক জায়গায় মাটি দেওয়া সম্ভব হয়। তাই বিভিন্ন জায়গায় মানুষকে কবর দেওয়ার আগে যে রিতি ছিল বর্তমানে তা রহিত করা হয়েছে। এজন্য আশে পাশে অনেক জমি এখন আর নষ্ট হয় না। ঈর্শালডাঙ্গা গ্রামের মুসলমান সম্প্রদায় কবর দেওয়র জন্য বিশেষ করে যারা মৃত্যুবরন করেন তাদের কে মাটি দিতে সবাই এখন কবর স্থান কে বাধ্যতা মূলক করা হয়েছে।</p>