Title
কেশবপুর সার্বজনীন কবর স্থান
Address
গ্রাম:কেশবপুর,ডাক:দত্তনগর,উপজেলা:মহেশপুর,জেলা:ঝিনাইদহ।
History
<p>কেশবপুর গ্রাম 2নং ওয়ার্ডের আওতাভুক্ত। কেশবপুর গ্রামের লোকজন সবাই জনমত একত্রিত করে সবাই চাদা তুলে তাদের গ্রামের মাঠের দক্ষিণ সাইডে অল্প কিছু জমি দিয়ে কবর স্থান চালু করেছিল। বর্তমান সেখানে আশে পাশের লোকজন আরো জমি দিয়ে বৃহত পরিসরে একটি কবর স্থান গড়ে তুলেছে যা গ্রামের মানুষ জন তাদের মৃত দেহ কবর দেওয়ার জন্য, আর নিজের ভিটে বাড়ীতে কবর স্থান করার প্রয়োজন তাদের নাই।</p>