Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
দত্তনগর এস এম মাধ্যমিক বিদ্যালয়
বিস্তারিত

নামঃ দত্তনগর এস এম মাধ্যমিক বিদ্যালয়

এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান দত্তনগর বি,এ,ডি,সি ফার্ম।

ফার্মটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় অবস্থিত।

আর এই ফার্মের নিকটবর্তী সবুজ মনোরম ও নিরিবিলি পরিবেশে ফার্মের  নিজস্ব জমিতে অবষ্থিত দত্তনগর এস,এম মাধ্যমিক বিদ্যালয়।

তৎকালীন স্থানিয় জনগন ও বি এ ডি সি ফার্মের উদ্যোগ , প্রছেষ্টা এবং পরিশ্রমে  ইংরেজী ১৯৫৮ সালের জানুয়ারী মাসে গড়ে ওঠে ‌‍‍‌

দত্তনগর এস এম মাধ্যমিক বিদ্যালয়।প্রাথমিক ভাবে জুনিয়র পরিক্ষা এবং পরবর্তীতে ১৯৭০ সালে এস,এস,সি পরিক্ষাতে অংশ গ্রহণ করার সুযোগ পায় স্কুলটি। দত্তনগর বি এ ডি সি ফার্ম স্কুলের জন্য জমি দান করাতে ষ্থানিয় সকলের মতামতের উপর ভিত্তি করে স্কুলের নাম করন করা হয় দত্তনগর এস এম মাধ্যমিক বিদ্যালয়। একটি বিশেষ কমিটি দ্বারা স্কুলটি পরিচালিত হয়। শিক্ষকরা সঠিক ভাবে শিক্ষার্থীদের পাঠ দান করান যার ফলে বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক এবং শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে সম্পর্ক ও সৌহার্দ্য পুর্ন তাছাড়া শিক্ষার্থী আছে কাঙ্খিত সংখ্যক ।

বর্তমানে প্রথান শিক্ষক মো: গোলাম হোসেন ও স্কুল কমিটির সার্বক্ষনিক প্রচেষ্টা দারা স্কুল টি ভালো ভাবে পরিচালিত এরং  অধিক উন্নতির পথে অগ্রসর হচ্ছে।